Breaking
24 Dec 2024, Tue

করোনা আক্রান্ত ভারতের বিখ্যাত ক্রিকেটার !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তারকাদেরও রেহাই নেই করোনার হাত থেকে। এবার আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা চেতন চৌহান। লখনউয়ের সঞ্জয় গান্ধি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭২ বছরের চেতনকে। টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনও শতরান ছাড়াই ২,০০০ রান করার নজির গড়েন চেতন। তাঁর পরিবারের প্রত্যেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। টেস্টে সুনীল গাভাসকারের সঙ্গে ওপেন করতেন চেতন। ১৯৮১ সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন৷

Developed by