ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২০০৪ সালে ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (৩০৯)। কিন্তু প্রাক্তন পাক স্পিনার সাকলাইন মুস্তাকের দাবি, ‘সেওয়াগের ট্রিপল সেঞ্চুরির থেকেও চেন্নাইয়ের মাঠে সচিন তেন্ডুলকরের ১৩০ রানের ইনিংস এগিয়ে থাকবে। প্রতিকূল পরিস্থিতিতে সচিন সেঞ্চুরি করেছিল। সেওয়াগের ওপর তেমন কোনও চাপ ছিল না। সঙ্গে ছিল শোয়েব আখতারের না খেলা আর মূলতানের পাটা উইকেট।’