Breaking
25 Dec 2024, Wed

বাংলার হয়ে সওয়াল করলেন গায়ক রূপঙ্কর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাংলা রেডিওতে হিন্দি গান ও হিন্দি ভাষায় শো পরিচালনা করা নিয়ে সরব হলেন গায়ক রূপঙ্কর বাগচী। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের রেডিও স্টেশনগুলিতে বাংলার তুলনায় হিন্দি গান বেশি চালানো হয়। এমনকি রেডিও জকিরাও হিন্দিতেই শো উপস্থাপনা করেন। রবীন্দ্র সংগীত, নজরুলগীতির মতো গান থাকতে কেন বেশিরভাগ হিন্দি গান বাজানো হবে? যুবসমাজকে এই সমস্ত গান শোনাতে হবে, শিক্ষিত করতে হবে।’

Developed by