ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি কি রাজস্থানেও?
রাজনৈতিক বিশেষজ্ঞরা গুরুত্ব দেননি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দল ভাঙানোর অভিযোগকে। অনেকেই মনে করছিলেন, স্রেফ দলের বিধায়কদের একত্রিত করার চেষ্টা করছেন অশোক। কিন্তু এখন যা অবস্থা, মধ্যপ্রদেশ-নাটকের পুনরাবৃত্তি হতে পারে রাজস্থানেও। ২৫ জন কংগ্রেস বিধায়ক নিয়ে সটান দিল্লি চলে এলেন ‘বিক্ষুব্ধ’ উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। সোনিয়ার সাক্ষাৎ না পেলে পদ্মশিবিরের পথে হাঁটতে পারেন তাঁরা, এমনই সূত্রের খবর।