ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অসাধারণ সুন্দর এক সোনালি বাঘের দেখা মিলল অসমের কাজিরাঙা অভয়ারণ্যে। উল্লেখ্য, ভারতে এই একটি মাত্র সোনালি বাঘের খোঁজ মিলেছে এখনও পর্যন্ত। রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে অনেকটাই আলাদা দেখতে এই সোনালি বাঘকে। তাঁদের গায়ে ডোরা রয়েছে, তবে তা লাল ও খয়েরি রঙের। আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান সম্প্রতি টুইটারে এই বাঘের ছবিটি দিয়েছেন। ছবিটি তুলেছেন ফটোগ্রাফার ময়ূরেশ হেন্ড্রে।