Breaking
25 Dec 2024, Wed

মোদী সরকারের বয়স্ক মানুষদের জন্য বিশেষ অফার!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মিস করবেন না।
প্রবীণদের সুবিধার্থে নয়া স্কিম এনেছে মোদী সরকার। এলআইসি-র প্রধানমন্ত্রী বয়োঃ বন্দনা যোজনায় নাগরিকরা ১০ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট রেটে পেনশন পাবেন। সম্প্রতি কেন্দ্রের তরফে এই যোজনায় যোগ দেওয়ার সময়সীমা ৩ বছরের জন্য বাড়ানো হয়েছে। যোজনায় ৭.৪০ শতাংশ হারে সুদের লাভ পাওয়া যাবে। আবেদনকারীর নূন্যতম বয়স ৬০ বছর হবে। সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখলে মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সুদ পাওয়া যাবে।

Developed by