Breaking
25 Dec 2024, Wed

আগামী একমাসের জন্য বন্ধ বক্রেশ্বর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা বিধি মেনে শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবের মাথায় জল ঢালা বন্ধ বক্রেশ্বরে৷ আগামী ২০ জুলাই শিবের মাথায় এবছরের প্রথম জল ঢালার দিন৷ পঞ্চপীঠের অন্যতম পীঠস্থান হল বক্রেশ্বরে বিহার, ঝাড়খণ্ড থেকেও লক্ষ লক্ষ ভক্ত আসেন জল ঢালতে৷ শিবমন্দিরের সেবাইত ও প্রশাসন মিলে সিদ্ধান্ত নিয়েছে, ভিড় এড়াতে শ্রাবণ মাসের প্রতি সোমবার বক্রেশ্বর শিব মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকবে। বাকি ৬ দিন খোলা থাকবে মন্দির।

Developed by