Breaking
26 Dec 2024, Thu

মা ও ছেলের যুগলবন্দি রক্তদানে সাক্ষী থাকল মেদিনীপুর ও ঝাড়গ্রাম কুইজ কেন্দ্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ধারাবাহিক ভাবে ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প করে পূর্ব -পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে ১৩৮ ইউনিট রক্ত জমা করল মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। করোনা আবহে ব্লাড ব্যাংক গুলিতে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে ধারাবাহিক ভাবে চলছে “ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প”। প্রায় ব্যয়হীন রক্তদান আন্দোলনের একটি কম প্রচলিত ধারা এই “ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প”কে জনপ্রিয় করার লক্ষ্যে কুইজ কেন্দ্রের উদ্যোগে ইতিমধ্যেই মেদিনীপুর, হলদিয়া, তমলুকে দুবার, কাঁথি, পাঁশকুড়া ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। এই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হল “ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প”। সংগঠনের উদ্যোগে এই ধরনের সপ্তম শিবির। এদিনের শিবিরে একজন মহিলা সহ মোট ১১ জন রক্তদান করেন। আগের শিবিরগুলো সহ আজকের রক্তদাতা মিলিয়ে কুইজ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত শিবিরের রক্তদাতা সংখ্যা ১৩৮ এ পৌঁছে গেলো। এদিন কুইজ কেন্দ্রের বর্ষব্যাপী সবুজায়ন ও “সুফল সবুজ”কর্মসূচির সঙ্গে সাজুজ্য রেখে সমস্ত রক্তদাতাদের হাতে একটি করে পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হয়। এদিনের শিবিরে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা গৃহবধূ নন্দিতা দন্ডপাট ও তাঁর ছেলে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র অর্ণব দন্ডপাট। ছেলে অর্ণবের উৎসাহে এটি ছিল নন্দিতা দন্ডপাটের প্রথম রক্তদান। এছাড়াও এদিনের শিবিরে রক্তদান করেন বন্যপ্রাণ প্রেমী তুহিনশুভ্র পান্ডা, নৃত্যশিল্পী শুভদীপ রাউত, শিক্ষক প্রশান্ত বালা, পলিটেকনিক ছাত্র দীপঙ্কর দাস, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সাগর প্রধান, ক্রিকেট প্রশিক্ষক বিশ্বনীল দত্ত, ব্যবসায়ী আশীষ শ্যামল, কুইজ কেন্দ্রের দুই সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, কুইজ মাস্টার বিশ্বজিৎ কর্মকার প্রমুখ। কর্মসূচীকে সুষ্ঠু ভাবে রূপায়িত করতে এবং রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুভাষ জানা, অরিন্দম দাস, নরসিংহ দাস, মৃন্ময়ী খাঁড়া, দীপঙ্কর মাহাতো প্রমুখ। কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী সমস্ত রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছন।

Developed by