ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউন ওঠার পর মহারাষ্ট্র সরকার সিনেমার শুটিংয়ের অনুমতি দিয়েছে। কিন্তু এখনই ‘জার্সি’ শুটিং শুরু করতে চান না পরিচালক গৌতম তিন্নানুরি। তিনি এক সাক্ষাৎকারে জানান, খুব কম সংখ্যক সদস্যকে নিয়ে সারতে হবে শুটিং। তাই সেটা শুরু আগে ২ সপ্তাহ শাহিদ কাপুরকে অনুশীলন নিতে হবে। না হলে ও স্ক্রিনে সাবলীল হতে পারবে না। আসলে এই ছবিতে এক ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে শাহিদকে। সেজন্যই শাহিদ নিজেও অনুশীলন করতে আগ্রহী।