Breaking
26 Dec 2024, Thu

সকালেই সুখবর! দারুণ ঘোষণা মমতার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রয়োজন ছাড়া যত কম রাস্তায় বেরোনো যায়, ততই ভালো। রাজ্যবাসীকে একথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আপনার জন্য রয়েছে সুখবর। আর মাছ, মাংস, সব্জি, মুদি-সামগ্রী কিনতে বাজারে যেতে হবে না। একটি ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে সব। দামও তুলনায় সস্তা। এই ‘চলমান বাজার’ মূলত পাওয়া যাবে উত্তর ও দক্ষিণ কলকাতায়। এছাড়াও সল্টলেক, রাজারহাট, নিউটাউনে মিলবে পরিষেবা। ৯৭৩৫৯২৯৪১৩ নম্বরে ফোন করতে হবে।

Developed by