Breaking
25 Dec 2024, Wed

অভিনেতা সুশান্তের মৃত্যুর পিছনে কি দাউদ যোগ, প্রশ তুললেন ?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পিছনে রয়েছে মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের শাগরেদ।’ এমনটাই দাবি করলেন ভারতীয় গুপ্তচর সংস্থা র-এর প্রাক্তন এজেন্ট এনকে সুদ। তাঁর দাবি, ‘দাউদের কোনও শাগরেদই খুন করেছে সুশান্তকে। গত কয়েকমাস ধরেই হুমকি দেওয়া হচ্ছিল সুশান্তকে। তাঁর মৃত্যুর আগের দিন সিসি ক্যামেরা বন্ধ ও নকল চাবি হারিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে যে, ঠাণ্ডা মাথায় খুনের ছক কষা হয়েছিল।’

Developed by