ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২৪ ঘণ্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে দ্বিতীয়বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। চলে গুলি, ছোড়া হয় মর্টার শেলও। এই লড়াইয়ে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধে থেকে কোনও উস্কানি ছাড়াই সীমান্ত টপকে রাজৌরি সেক্টরে গুলি ছোড়ে পাক সেনা। যার জেরে শহিদ হন হাবিলদার সম্বুর গুরুং নামে এক সেনা জওয়ান।