Breaking
1 Nov 2024, Fri

নিষিদ্ধ হল আমেরিকায় পাক সরকারি বিমান

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নিজেদের দেশে পাক সরকারি বিমান পরিবহণ সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স'(পিআইএ)-র সরাসরি উড়ান নিষিদ্ধ ঘোষণা করল মার্কিন প্রশাসন। মে মাসে পাকিস্তানে পিআইএ-র একটি বিমান মাটিতে নামার কয়েক মুহূর্ত আগে ভেঙে পড়ে। তারপরই পাক সরকারি বিমানের ১৫০ জন পাইলটের বিমান চালানোর শংসাপত্র নিয়ে ধোঁয়াশা দেখা যায়। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন পিআইএ-র বিমান নিষিদ্ধ ঘোষণা করেছে। এবার একই সিদ্ধান্তে আমেরিকাও।

Developed by