Breaking
24 Dec 2024, Tue

‘Q’ নেই আমেরিকার ৫০ রাজ্যের মধ্যে !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আমেরিকায় মোট ৫০টি রাজ্য রয়েছে। এই রাজ্যগুলির নামে ‘এ’ থেকে ‘জেড’ পর্যন্ত সমস্ত অক্ষর ব্যবহার করলেও, নেই শুধু ‘কিউ’ (Q)। কারণ এই লেটারটি খুবই বিরল। তাই কিউ পরিবর্তে ইউ (U) ব্যবহার করা হয় আমেরিকায়। এই জন্য জনপ্রিয় শব্দচয়ন বোর্ড খেলাতেও ‘কিউ’ অক্ষরের পয়েন্ট বেশি হয়। শুধু ‘কিউ’ নয় ‘জেড’ অক্ষরের ব্যবহার মাত্র একটি রাজ্যের নামে রয়েছে। এটির নাম আরিজোনা। ‘এক্স’ (X) রয়েছে দু’টিতে।

Developed by