ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কলকাতার ঐতিহ্যের ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের গ্যালারি এবার পরিণত হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টারে। ইডেনের হাই কোর্ট প্রান্তের চারটি গ্যালারির নিচে ব্যবস্থা করা হল করোনা আক্রান্ত পুলিশকর্মীদের জন্য। শুক্রবার রাতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে লালবাজারের অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। সিএবি জানিয়ে দেয়, ‘ই, এফ, জি ও এইচ’ ব্লকের নিচে এই নিভৃতবাসের ব্যবস্থা করা হচ্ছে।