ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাইচুংকে বড় দায়িত্ব দিতে চায় ইস্টবেঙ্গল কোয়েসের কাছ থেকে লেটার অফ টার্মিনেশন পেলেই বড় দায়িত্বে ‘পাহাড়ি বিছে’কে ফের দেখা যাবে লাল-হলুদ শিবিরে। স্পনসরের জন্য খোঁজ চালাচ্ছে ইস্টবেঙ্গল। এই অবস্থায় ক্লাবের শ্রীবৃদ্ধিতে আগামী দিনে বড় দায়িত্বে বাইচুংকে আনতে চলেছে ইস্টবেঙ্গল। ক্লাবের এক কর্তা জানান, ও সবসময়ই লাল-হলুদ পরিবারের সদস্য। লকডাউনে যে ২৩ জন সদস্য রিক্রুট হয়েছে, তাতে ওঁর অবদান যথেষ্ট।