Breaking
25 Dec 2024, Wed

KKR ইস্যু নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কেকেআর এর সমস্যা নিয়ে এতদিনে মুখ খুললেন প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান ভারতীয় বোর্ড প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘দলে চারজন অধিনায়ক। আমি কেন ছিলাম জানি না। সিএসকে, মুম্বই অধিনায়কের উপর দিয়ে কথা বলতে যায়নি। তাই ওরা আজও সেরা দল। ম্যানেজমেন্ট দলের ব্যাপারে ঢুকে গেলেই সমস্যা। আমার সঙ্গে সেটাই হয়েছিল। বুকাননের চারজন অধিনায়ক বাছার ইচ্ছায় আরও সমস্যা বেড়ে গেল। গম্ভীরকে বলল, এটা তোমার দল, আমাকেও সেটা বললে ভালো হত।’

Developed by