ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ‘কৃশ’-এর চতুর্থ পর্ব আনতে চলেছেন পরিচালক রাকেশ রোশন। এই মুহূর্তে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। । নতুন ছবিতে জাদুকে ফিরিয়ে আনা হবে। এই ছবির ভিএফএক্সের কাজের জন্য শাহরুখ খানের রেড চিলিজকে বলা হয়েছে, এমনটাই খবর ইন্ডাস্ট্রির অন্দরে। ছবির অন্য বিষয়গুলি স্থির হয়ে গেলেই নাকি মিউজিক নিয়ে রাজেশ রোশনের সঙ্গে কাজ শুরু করে দেবেন পরিচালক। ছবিতে সুপারভিলেনের একটি সেনাবাহিনী দেখানোর পরিকল্পনা রয়েছে।