Breaking
25 Dec 2024, Wed

মোহনবাগানের লোগোতে খুব শীঘ্রই আসছে বদল!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জল্পনা ছিল৷ ছয় বছরের এটিকে হাত ধরে বদলে যাবে ঐতিহ্যবাহী মোহনবাগান? বাণিজ্যিক কারণে ঐতিহ্য সঙ্গে সমঝোতা করবে বাগান কর্তৃপক্ষ? এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগানের নতুন নাম, লোগো, জার্সি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করল মোহনবাগান ও এটিকে কর্তৃপক্ষ৷ উচ্চপর্যায়ের বৈঠকে বসে দুই শিবির৷ সেখানে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে লোগো ও জার্সিতে কোন পরিবর্তন ঘটানো হবে বলেও নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷ আগের মতোই লোগায় থাকবে পালতোলা নৌকা৷ তবে এটিকের সঙ্গে মোহনবাগানের নাম মিলে মিশে যাবে৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নামের ক্ষেত্রে বদলে যাবে মোহনবাগান৷ দলের নাম হবে এটিকে মোহনবাগান এফসি৷ জার্সি থাকবে সবুজ-মেরুন৷ পালতোলা নৌকা অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এটিকে মোহনবাগান বৈঠকের টুইটে বিবৃতি দিয়েছে বাগান কর্তৃপক্ষ৷ সিদ্ধান্ত হয়েছে, দলের বদল করা হলেও জার্সি রং ও লোগোতে খুব একটা বড় পরিবর্তন হবে না৷ ঐতিহ্যের পাল তোলা নৌকার নিয়ে এবার আইলিগে মাঠে নামবে এটিকে মোহনবাগান এফসি৷

Developed by