ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এনকাউন্টারে ‘খতম’ গাং স্টার বিকাশ দুবে। শুক্রবার সকালে স্পেশাল টাক্স ফোর্সের গাড়ি উল্টে যাওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিকাশ দুবে। তখনই পুলিশ এনকাউন্টার করে গাং স্টার বিকাশ দুবে। এমনই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে।