ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লিভারপুলের জয় এল সালহার জোড়া গোলে! ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ৩-১ গোলে জয় পেল লিভারপুল। ম্যাচে লিভারপুলের জার্সি গায়ে জোড়া গোল করেন মোহামেদ সালাহ। পাশাপাশি আরও একটি গোল করেন জর্ডান হেন্ডারসন। উল্লেখ্য, এই ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ অ্যাওয়ে ম্যাচ গোলহীন থাকার বৃত্ত থেকে বেরিয়ে আসে লিভারপুল। এখনও ৩৪ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে চ্যাম্পিয়ন লিভারপুল।