Breaking
25 Dec 2024, Wed

খাবারের দোকান চালান এখন এটিকে প্রাক্তনী !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কেরিয়ারের সোনালী সময়ে শহরের ফ্র্যাঞ্চাইজি এটিকে থেকে কক্ষচ্যুত হয়ে পড়াতেই তাঁর সব স্বপ্নগুলো তালগোল পাকিয়ে গেল। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হয়েও একসময় খেলেছেন তিনি। কিন্তু ফুটবল ছেড়ে সম্পূর্ণ অন্য এক পেশায় এখন বঙ্গ ফুটবলার বিশ্বজিৎ সাহা। বছর দু’য়েক আগে ফাস্ট ফুডের একটা দোকান খুলেছেন তিনি। কিন্তু লকডাউনের জন্য সেটাও চলছে না। রোজগারও প্রায় বন্ধ তাঁর। আজকের এই কঠিন সময়ে লেফট ব্যাকের সম্বল সেই লড়াই।

Developed by