Breaking
24 Dec 2024, Tue

নথি ছাড়াই এবার মিলবে আধার কার্ড, বৈধতা ৩ মাস !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আর কোন নথি বা ডকুমেন্ট ছাড়াই হাতে পেয়ে যাবেন আপনার আধার কার্ড। এমনই সুবিধা দিল কেন্দ্র সরকার। ইউআইডিএআই জানিয়েছে, আধার পেতে দরকার হবে ইন্ট্রোডিউসার। যিনি আপনার পরিবারে বয়ঃজ্যেষ্ঠ বা অন্য কেউ হতে পারেন। তাঁর কাছে আধার থাকা বাধ্যতামূলক। আধারকেন্দ্রে আবেদনকারীর সঙ্গে তাঁকেও উপস্থিত থাকতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ইন্ট্রোডিউসার আবেদনকারীর নামে একটি সার্টিফিকেট জারি করবে। যার বৈধতা ৩ মাস।

Developed by