Breaking
24 Dec 2024, Tue

বন্দুক তাক করে লালাফৌজের দিকে তাকিয়ে ৮৯টি চিনা অ্যাপ মোবাইল থেকে মুছে ফেলার সিদ্ধান্ত ভারতীয় সেনার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লাদাখের গালওয়ানে চিনের লালফৌজের সঙ্গে ভারতীয় জওয়ানদের সংঘর্ষের পর দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের দাবি ওঠে। কেন্দ্রের তরফে ৫৯টি চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আর এবার ভারতীয় সেনাবাহিনী তাদের জাওয়ানদের ফোন থেকে ৮৯টি অ্যাপ্লিকেশন ডিলিট করার আবেদন জানাল। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এই খবর জানানো হয়েছে। ৮৯টি অ্যাপের মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, টিন্ডার, ইনস্টাগ্রাম, পাবজি ইত্যাদি। এছাড়া ক্লাব ফ্যাক্টরি, ইউ সি ব্রাউজার, শেয়ারইট, জেন্ডার, হ্যালো, ওকে কিউপিড, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলো ডিলিট করার আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যেই, ভারত সরকার যে ৫৯টি অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে সেগুলির বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ উঠেছে। সূত্রের খবর এই অ্যাপগুলি ব্যবহার করে ভারতীয়দের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সহ ভারতীয়দের ব্যক্তিগত তথ্যও হ্যাক করছে চিনা হ্যাকাররা। সেই কারণেই অ্যাপগুলি বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। আর এবার ভারতীয় সেনা সেগুলি ছাড়া আরও কয়েকটি অ্যাপ ফোন থেকে মুছে ফেলার আবেদন জানিয়ে এক ধাপ এগোল। যদিও আপাতত এই নির্দেশ শুধু ভারতীয় জওয়ানদের ওপর লাগু হয়েছে।

Developed by