Breaking
25 Dec 2024, Wed

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন মঞ্চে বক্তৃতা দেওয়ার ডাক পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন মঞ্চে বক্তৃতা দেওয়ার ডাক পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডে সব থেকে বড় ডিবেটিং সোসাইটি অক্সফোর্ড ইউনিয়ন। সেখানেই তিনি বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। এখানে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্ব যেমন রোনাল্ড রেগান, রিচার্ড নিক্সন, দলাই লামা, মাদার টেরিজা, থেরেসা মে বক্তব্য রেখেছেন। আর সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাক পাওয়া সত্যিই রাজ্যবাসীর কাছে অন্য মাত্রা যোগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো বাংলার যে একটা বড় সম্মানের বিষয় তা আর বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একা হাতে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। সেখান থেকে এতদূর এসেছেন তাতেই অবিভূত করেছে, ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট বিয়াট্রিস বারকে। তিনি জানিয়েছে, এখন আন্তর্জাতিক উড়ান বন্ধের কারণে অনলাইনে তাঁর বক্তব্য সম্প্রচার করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাঁকে সশরীরে অক্সফোর্ডে যাওয়ার আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বিয়াট্রিস বারকে।

Developed by