ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের মধুবন মোড়ে রামতা গার্মেন্টসে্র কেনাকাটায় ১০ শতাংশ বিশেষ ছাড়। গত মঙ্গলবার সন্ধ্যায় রামতা গার্মেন্টসে্র শুভ উদ্বোধন হয়। পাইকারি ও খুচরা সকল পুরুষ ও মহিলাদের পোষাক বিক্রির এক নতুন সম্ভার নিয়ে এসেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন পোষাক ও আধুনিক অভিজাত বস্ত্রের এক বিশাল সম্ভার রয়েছে। যা আপনার মন পছন্দের অবশ্যই নজর কাড়বে!