ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জেমস বন্ডের গাড়ি কিনতে চান? খরচ করতে হবে মাত্র ৩১ কোটি টাকা? ১৯৬৪ সালে মুক্তি পাওয়া ‘গোল্ড ফিঙ্গার’ ছবিতে অ্যাস্টন মার্টিনের ‘অ্যাস্টন মার্টিন ডিবি ৫’ গাড়ি ব্যবহার করতে দেখা যায় বন্ডকে। নম্বর বদলে যাওয়া রিভলভিং প্লেট, গুলি আটকে দেওয়ার জন্য পিছনের ঢাল, এমন বেশ কিছু বৈশিষ্ট-সহ গাড়িগুলি বাজারে আনছে অ্যাস্টন মার্টিন। মাত্র ২৫টি ছাড়া হবে বাজারে। তাহলে আপনি কিনছেন তো?