Breaking
24 Dec 2024, Tue

এবার চারুবাবুকে মঞ্চে দেখতে পাওয়া যাবে আনছেন দেবশংকর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নকশাল নেতা চারু মজুমদারের অনেক অজানা কথা নিয়ে নাটক লিখেছেন নাট্যকার চন্দন সেন। নাটকের নাম ‘চারু-লীলা গ্রহকালে’। চারুবাবুর সঙ্গে সাহিত্যিক লীলা সেনগুপ্ত (মজুমদার)-এর সাংসারিক দিকটিও তুলে ধরা হবে সেখানে। নাটকে চারু মজুমদার হচ্ছেন দেবশংকর হালদার। ‘প্রাচ্য’ সংস্থার নাটকের নির্দেশনায় বিপ্লব বন্দ্যোপাধ্যায়। পুজোর পরে এই নাটক দেখার আশায় চন্দনবাবু।

Developed by