Breaking
24 Dec 2024, Tue

ক্রিকেট প্রেমীদের কাছে সুখবর ! প্রায় ৪ মাস পর আবারও শুরু হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা ও লকডাউনের বাধা কাটিয়ে দীর্ঘ প্রায় ৪ মাস পর ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। বাকি মাত্র আর কয়েকটি ঘণ্টা। আন্তর্জাতিক ক্রিকেট তো দূরস্ত, মার্চের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচই খেলা হয়নি বিশ্বের কোনও প্রান্তে। অবশেষে লকডাউনের দীর্ঘ ব্যবধান কাটিয় ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিতে চলেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। লকডাউনের পর এটিই হতে চলেছে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। স্বাভাবিকভাবেই করোনা মহামারির মাঝে এই সিরিজ নিয়ে ক্রিকেট অনুরাগীদের আগ্রহ থাকবে তুঙ্গে। আগামী ৮ জুলাই অর্থাৎ, বুধবার শুরু সিরিজের প্রথম টেস্ট। খেলাটি হবে সাউদাম্পটানের হ্যাম্পশায়ার বোল। ভারতীয় সময় দুপুর ৩টে ৩০ মিনিটে খেলা শুরু হবে।

Developed by