Breaking
24 Dec 2024, Tue

আধার কার্ড হারিয়ে গেলে চিন্তা নেই! এবার বাড়িতে বসেই মাত্র ১৫ দিনে মিলবে নয়া আধার কার্ড

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আপনার আধার কার্ড কি হারিয়ে গিয়েছে? কিংবা খুঁজে পাচ্ছেন না? বা আপনি কি আধারের নতুন কপি চান? তাহলে চিন্তা নেই৷ আধার প্রদানকারী সংস্থা ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটির (UIDAI) ‘অর্ডার আধার রিপ্রিন্ট’-এর মাধ্যমে আপনি সহজেই পেতে পারেন আপনার আধার কার্ড৷ শুধু তাই নয়, এবার থেকে মাত্র ১৫ দিনে বাড়িতে বসেই পাবেন নতুন করে মুদ্রিত আধার৷

২০১৮ সালের ডিসেম্বর মাসে পাইলট প্রকল্প হিসাবে লঞ্চ করা হয়েছিল ‘অর্ডার আধার রিপ্রিন্ট’৷ যার মাধ্যমে ভারতীয় নাগরিকরা ন্যূনতম মূল্যে সহজেই আধার কার্ড রিপ্রিন্ট করাতে পারবেন৷ যে সকল নাগরিকের ফোন নম্বর আধারের সঙ্গে রেজিস্টার করা নেই, তাঁরাও নন-রেজিস্টার বা বিকল্প মোবাইল নম্বর ব্যবহার করে ‘অর্ডার আধার রিপ্রিন্ট’ করতে পারবেন৷

এদিন সম্পূর্ণ নতুন একটি টুইটে UIDAI জানাল, এবার থেকে ১৫ দিনের মধ্যেই আপনার বাড়ির ঠিকানায় নতুন করে মুদ্রিত আধার কার্ড পৌঁছে দেবে ‘অর্ডার আধার রিপ্রিন্ট’৷ UIDAI-এ টুইটে বলা হয়, ‘‘পোস্টের মাধ্যমে আধার কার্ড পাননি? তাহলে আপনি #অর্ডার আধার রিপ্রিন্ট করুন৷ ১৫ দিনের মধ্যেই স্পিড পোস্টে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আধার কার্ড৷ আজ থেকে আপনার আধার কার্ডের জন্য অর্ডার করুন https://resident.uidai.gov.in/aadhaar-reprint এই লিঙ্কে৷’’

‘অর্ডার আধার রিপ্রিন্টে’ কী ভাবে আবেদন জানাবেন?

‘অর্ডার আধার রিপ্রিন্ট’-এ আবেদনের জন্য UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট কিংবা UIDAI পোর্টালে গিয়ে ১২ সংখ্যার আধার নম্বর ( UID ) বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর (VID) দিতে হবে৷ ইউজাররা তাঁদের রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি বা টিওটিপি পাবেন৷ যাঁরা নন-রেজিস্টার মোবাইল বা বিকল্প মোবাইল নম্বর ব্যবহার করবেন, তাঁদের ওটিপি বা টিওটিপি আসবে সেই নম্বরেই৷ ‘অর্ডার আধার রিপ্রিন্ট’-এর জন্য দিতে হবে মাত্র ৫০ টাকা (জিএসটি এবং স্পিড পোর্ট চার্জ সহ)৷ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই এর মাধ্যমে ‘অর্ডার আধার রিপ্রিন্টে’ পেমেন্ট করা যাবে৷

Developed by