Breaking
24 Dec 2024, Tue

হলুদ রঙ নিয়ে বিড়ম্বনায় ব্রাজিল প্রশাসন!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ব্রাজিল বলতেই প্রথমেই যা মনে পড়ে, তা হল ফুটবল। আর ফুটবল বলতেই ব্রাজিলের ঐতিহাসিক হলুদ জার্সি। কিন্তু সে দেশের বর্তমান পরিস্থিতিতে ব্রাজিল দলকে কি আর হলুদ জার্সিতে দেখা যাবে? প্রেসিডেন্ট জায়ের বলসোনারো তাঁর নির্বাচনের কাজে এই হলুদ রং ব্যবহার করা শুরু করেছেন। এতে বেজায় চটেছেন ব্রাজিলবাসী। তাঁদের মতে, এই কাজ জাতীয় বিপর্যয়ের সমান। দেশবাসীর মনে হচ্ছে তাঁদের প্রিয় হলুদ রং এখন অত্যাচারের প্রতীক।

Developed by