Breaking
23 Dec 2024, Mon

বৈধ অনুমতি নিয়ে ‘অবৈধ’ ভাবে বালি খাদান চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই গ্রাম, মাথা ফেটে রক্তাক্ত ৬ জন!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৈধ অনুমতি নিয়ে ‘অবৈধ’ ভাবে বালি খাদান চালানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল দুই গ্রাম। এর জেরে মাথা ফেটে রক্তাক্ত হলেন ৬ জন। রবিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের চুবকা গ্রাম পঞ্চায়েতের আমদই গ্রামের চকে পথ অবরোধ করলেন বাসিন্দারা।

এমনকি আমদই ও ভিড়িংপুর দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে মারপিটের ঘটনায় মাথা ফেটেছে ৬ জনের। আরো তিনজন জখম হয়েছেন। ভিড়িংপুর গ্রামবাসীদের অভিযোগ, ‘কংসাবতী নদীর চাষযোগ্য জমি থেকে অবৈধ ভাবে বালি তুলছেন আমদই গ্রামের একাংশ বাসিন্দারা।’ বিষয়টি নিয়ে ভিড়িংপুর গ্রামের বাসিন্দারা সরব হন। এমনকি শনিবার রাতে গ্রামবাসীরা ওই খাদানে বালি তোলা বন্ধ করে দেয়। এনিয়ে রাতে আমদই গ্রামের বাসিন্দাদের একাংশের সঙ্গে গণ্ডগোল হয়। রবিবার সকাল ন’টা নাগাদ আমদই গ্রামের বাসিন্দারা আমদই গ্রামের চক অবরোধ করেন। ভিড়িংপুর গ্রামের বাসিন্দাদের রাস্তায় যেতে বাধা দেন। এনিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের মধ্যে লাঠি ও ইট ছোঁড়াছুড়ি হয়। দু’পক্ষের মোট ন’জন জখম হয়। খবর পেয়ে মানিকপাড়ার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Developed by