Breaking
13 Jan 2025, Mon

লকডাউনেও সুখবর! সোনার উপর বিশেষ ছাড় ঘোষনা করল ঝাড়গ্রামের দত্ত জুয়েলারী ওয়াকার্স

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনেও সুখবর ঝাড়গ্রাম জেলাবাসীর জন্য! সোনার উপর বিশেষ ছাড় ঘোষনা করল ঝাড়গ্রাম শহরের নতুন বাসস্ট্যাণ্ডের কাছে অবস্থিত দত্ত জুয়েলারী ওয়াকার্স। দত্ত জুয়েলারী ওয়াকার্সের মালিক জয়দেব দত্ত জানিয়েছেন,‘রূপো ও সোনার গহনার মজুরিতে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে ক্রেতাদের ।

রূপোর গহনার মজুরিতে ৫০ শতাংশ ছাড়, ২২ ক্যারেট সোনার গহনা মজুরিতে ৫০ শতাংশ ছাড় এবং হলমার্ক সোনার গহনার মজুরিতে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।’ লকডাউনের মধ্যেও বিয়েবাড়ি থেকে অনুষ্ঠান অথবা নিজের জন্য গহনা কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন ঝাড়গ্রামের দত্ত জুয়েলারী ওয়াকার্সে। আর নিজেই সেই বিশেষ ছাড়ের সুযোগ গ্রহণ করুন।

Developed by