Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলায় খাতা খুলল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় খাতা খুলল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। শুক্রবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার নিবেদিতা সভাগৃহে ভারতীয় মজদুর সংঘের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সংগঠনের পূর্বাঞ্চল জোনের সচিব গণেশ মিশ্রা, রাজ্যের সাধারণ সম্পাদক উজ্জ্বল মুখার্জী, কার্যকরী সভাপতি রবিশঙ্কর সিং প্রমুখ। এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ৪৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। ভারতীয় মজদুর সংঘের ঝাড়গ্রাম জেলা কমিটিতে ১১ জনকে নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। ওই কমিটির মাধ্যমে ঝাড়গ্রাম জেলার কনভেনর করা হয় সতীশ সিং-কে। ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্যের সাধারণ সম্পাদক উজ্জ্বল মুখার্জী বলেন,‘ঝাড়গ্রামে আমাদের সংগঠনে ভালো সাড়া ফেলেছে। ঝাড়গ্রাম জেলায় মূলত শালপাতা শ্রমিক, ক্ষেত মজুর সহ বিভিন্ন শ্রেণির শ্রমিকদের নিয়ে আগামী দিনে কাজ শুরু করা হবে।’

Developed by