Breaking
23 Dec 2024, Mon

এবার ঝাড়গ্রামেও তৈরি হচ্ছে ৭৫ বেডের করোনা হাসপাতাল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবার ঝাড়গ্রামেও তৈরি হচ্ছে ৭৫ বেডের করোনা হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের অধিকর্তার স্বাক্ষরিত সেই নোটিফিকেশন আসার পরই তোড়জোড় শুরু করেছে জেলা স্বাস্থ্যদপ্তর। ওই নোটিফিকেশনে বলা হয়েছে, ঝাড়গ্রাম জেলা হাসপাতালের ক্যাম্পাস এলাকার মধ্যে আলাদা ভাবে থাকা নতুন তৈরি হওয়া রাত্রিযাপন ভবনেই ৭৫ বেডের করোনা হাসপাতাল তৈরি করা হবে। গত তিন মাস ঝাড়গ্রাম জেলায় করোনা রোগীর চিকিৎসার কোন ব্যবস্থা ছিল না। বর্তমানে ঝাড়গ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা শূন্য হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে অগ্রিম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তর। গত কয়েক মাসে ঝাড়গ্রাম জেলায় যে ১৯ জন করোনা পজেটিভ ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল তাঁদের চিকিৎসা করানোর জন্য পূর্ব মেদিনীপুরের বড়মা হাসপাতালে পাঠানো হয়েছিল। গত ৪ মে থেকে পূর্ব মেদিনীপুর বড়মা হাসপাতাল কর্তৃপক্ষ অন্য জেলার করোনা রোগীদের ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছে। যার ফলে ঝাড়গ্রাম জেলায় কোন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ ধরা পড়লে সরকারি ভাবে চিকিৎসার সংকটে পড়ত জেলা স্বাস্থ্যদপ্তর। কিন্তু সেই সমস্যার সমাধান হল রাজ্য থেকে আসা ঝাড়গ্রাম জেলায় করোনা হাসপাতাল তৈরির নির্দেশিকা।

Developed by