ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভায় চালু হল নতুন অতিথি আবাস। বাসষ্ট্যান্ডে তৈরি করা নবনির্মিত অতিথি আবাসটির গত মার্চ মাসেই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছিল। তারপর থেকে করোনা অতিমারির ফলে লকডাউনের জেরে ভবনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ১৮ তারিখ থেকে পুনরায় তা চালু করা হয়। জেলা শহরের অন্যতম প্রাণকেন্দ্র এবং ব্যবসা বাণিজ্যের মাধ্যম হওয়ায় অনেক মানুষ এখানে আসেন। ফলে প্রচুর টাকা দিয়ে হোটেলের ঘর ভাড়া নিতে সমস্যায় পড়তেন অনেককেই। মূলত তাঁদের কথা মাথায় রেখেই গঙ্গারামপুর পুরসভার তরফে এই অতিথি আবাসটি নতুন ভাবে তৈরি করা হয়েছে। যেখানে অতিথিরা রাত্রি যাপন করছেন খুব কম টাকায়। গঙ্গারামপুর পুরসভার প্রশাসক অমলেন্দু সরকার বলেন,‘মানুষের কথা চিন্তা করেই পুরসভার তরফে অতিথি আবাসটি তৈরি করা হয়েছে। যেখানে খুব কম টাকার মধ্যে অতিথিরা ঘর ভাড়া নিয়ে এখানে থাকতে পারবেন।’
তথ্য ও চিত্র : পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর।