Breaking
23 Dec 2024, Mon

লকডাউন কাটিয়ে ঝাড়গ্রামের শাল-মহুয়ার জঙ্গলে পর্যটকরা আসায় খুশি এলাকাবাসী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউন কাটিয়ে ঝাড়গ্রামের শাল-মহুয়ার
জঙ্গলে পর্যটকরা আসায় খুশি এলাকাবাসী। ‘সবুজ’ জেলা ঝাড়গ্রামে পর্যটকদের সহযোগিতার হাতও বাড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষজন।
ঝাড়গ্রাম জেলায় সরকারি ও বেসরকারি হোটেল, হোম-স্টে, অতিথিশালা গুলি আনলকের পর থেকে ধীরে ধীরে তা খুলতে শুরু করেছে। প্রত্যেক জায়গায় পর্যটকদের জন্য প্রথমে র্থামাল স্ক্যানিং ও স্যানিটাইজেশন করে রুমের মধ্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। কোভিডের ‘ছোঁয়াচ’ এড়াতে বেশ কিছু নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে। যেমন, সরকারি বা বেসরকারি প্রত্যেকটি জায়গায় পর্যটকদের রুম ডেলিভারি খাবারের বদলে ডাইনিং এ দূরত্ব বজায় রেখে বুফে সিস্টেমে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। ফলে ওয়ার্ডবয়দের সঙ্গে কোন ভাবেই টাচ হবে না পর্যটকরা। এমনকি খাবারের প্লেট ও থালার বদলে ‘ইউজ এণ্ড থ্রো’ শালপাতার থালা ও কাগজের থালা ব্যবহার করা হচ্ছে। আর এতেই ‘খুশি’ পর্যটকরা।

Developed by