Breaking
23 Dec 2024, Mon

এবার করোনা পজেটিভ ধরা পড়ল সাংসদ-ক্রিকেটারের !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এবার করোনা পজেটিভ ধরা পড়ল সাংসদ-ক্রিকেটারের! কিংবদন্তী বাংলাদেশের ক্রিকেটার মাশরাফি মোর্তাজা গত সপ্তাহে করোনা টেস্ট করিয়ে ছিলেন। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। বছর ৩৬ এর এই ক্রিকেটার এই মুহুর্তে রয়েছেন দেশের রাজধানী শহর ঢাকাতে।ক্রিকেটার হওয়ার পাশাপাশি দেশের পার্লামেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য মোর্তাজা।করোনার প্রকোপ বাংলাদেশে ছড়িয়ে পরার পর যে যুদ্ধকালীন তৎপরতার সাথে তিনি কাজ করেছেন তা ঋতিমতো প্রশংসনীয়। তার কেন্দ্র ‘নারাইলে’ দুঃসময়ে দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়ে ছিলেন তিনি। তিনি প্রথম বাংলাদেশী ক্রিকেটার যিনি করোনায় আক্রান্ত হলেন।যদিও কিভাবে আক্রান্ত হয়েছেন তিনি সেই কারণ এখনও অজানা।

Developed by