Breaking
23 Dec 2024, Mon

সরকার নির্ধারিত রেশন না পাওয়ায় পরিচারিকা অভিযোগ জানালেন জেলা খাদ্য দপ্তরে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সরকার নির্ধারিত রেশন না পাওয়ায় পরিচারিকা অভিযোগ জানালেন জেলা খাদ্য দপ্তরে। শুক্রবার ঝাড়গ্রাম জেলা খাদ্য দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ জানিয়ে এসেছেন পরিচারিকা শিবানী মাঝি। ঝাড়গ্রাম শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিবানী মাঝি এখন একটি ভাঁড়া বাড়িতে থেকে দিনযাপন করেন। বাড়িতে তাঁর ছেলে ও মেয়ে রয়েছে। শিবানী মাঝির অভিযোগ,‘আমার পরিবারের সকলের পুরোনা বিপিএল রেশন কার্ড ও নতুন অন্ত্যদয় যোজনার ডিজিটাল রেশন কার্ড পেয়েছি। পুরোনো কার্ডে ২৮ কিলো চাল পায় কিন্তু নতুন নিয়মে ডিজিটাল রেশন কার্ডে ৫ কিলো করে চাল পাওয়ার কথা থাকলেও রেশন ডিলার গৌতম রায়চৌধুরি দেয়নি। বার বার বলা সত্ত্বেও দেয়নি সরকারি চাল।’ রেশনের চাল না পাওয়ায় এদিন ঝাড়গ্রাম জেলা খাদ্য দপ্তরে গিয়ে রেশন ডিলারের নামে লিখিত অভিযোগ করেন পরিচারিকা শিবানী মাঝি। অভিযোগ পেয়েই তদন্ত করার নির্দেশ দিয়েছেন জেলা খাদ্য দপ্তরের নিয়ামক মিঠুন দাস।

Developed by