Breaking
23 Dec 2024, Mon

তাল শাঁস বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন লকডাউনে কর্মহীন যুবকরা!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তাল শাঁস বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন লকডাউনে কর্মহীন যুবকরা! এমনই ছবি দেখা গেল প্রচণ্ড গরমের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। বিভিন্ন জায়গায় তালের শাঁস বিক্রি করেছেন কর্মহীন হয়ে পড়া যুবকরা। জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছোট ভ্রাম্যমাণ ভ্যান গাড়িতে ১০ টাকা পিস প্রতি তালের শাঁস বিক্রি করছেন তাঁরা। করোনা ভাইরাসের জন্য দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন। গত কয়েকদিন আগে সরকারি নির্দেশিকার পর দক্ষিণ দিনাজপুর জেলাকে গ্রীণ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই গ্রীন জোনের আওতায় পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ব্যস্ততম ব্যবসার শহর গঙ্গারামপুর। আর সেই তাল শাঁস কিনতে ভিড় জমাচ্ছেন আবাল-বৃদ্ধবণিতা। টানা তিন মাস লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া ছোট ব্যবসায়ীরা কার্যত সমস্যায় পড়েছিলেন। তাঁদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়ে ভাঁড়ে মা ভবানীর অবস্থা হয়েছিল। সংসার চালাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছিল। তবে এবার গরমে তাল শাঁস বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন তাঁরা। এক তাল শাঁস বিক্রেতা বলেন, ‘লকডাউনের জন্য কাজ হারিয়ে ছিলাম কিন্তু এখন মালিকেরা টোটো দিচ্ছেন না। তাই গরমে তাল শাঁস বিক্রি করছি। সারাদিনে ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি করে লাভও হচ্ছে। আর তাতেই কোনরকমে দিন চলে যাচ্ছে।’ ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে প্রতি পিস তাল শাঁস ১০ টাকায় বিক্রি করে অনেকটা আত্মনির্ভর হচ্ছেন!
তথ্য ও ছবি : পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর।

Developed by