Breaking
23 Dec 2024, Mon

মাওবাদীদের সঙ্গে সিআরপিএফের মুখোমুখি সংর্ঘষ, নিহত এক মাওবাদী, উদ্ধার অস্ত্র

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাওবাদীদের সঙ্গে সিআরপিএফের মুখোমুখি সংর্ঘষ। নিহত এক মাওবাদী, উদ্ধার অস্ত্র। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে
ঝাড়খণ্ড রাজ্যের কেদারমা জেলার সাতগাওয়-র জঙ্গলে। বিশেষ সূত্রে খবর পেয়ে, সিআরপিএফের ২২ নম্বর ব্যাটেলিয়নের সাথে এদিন মুখোমুখি সংঘর্ষ হয়। এক মাওবাদীরা দেহ উদ্ধার করে সিআরপিএফ। ঘটনাস্থল থেকে একে ফোরটি সেভেন, কার্বাইনও পাওয়া গিয়েছে।

Developed by