Breaking
24 Dec 2024, Tue

গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে তৃণমূল থেকে প্রায় এক হাজার যুব সমর্থক এবং প্রাক্তন ঝাড়খন্ড পার্টির গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল কপাট থেকে বিজেপিতে যোগ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে তৃণমূল থেকে প্রায় এক হাজার যুব সমর্থক এবং প্রাক্তন ঝাড়খন্ড পার্টির গ্রাম পঞ্চায়েত সদস্য সুনীল কপাট থেকে বিজেপিতে যোগ। বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি সুখময় শতপতির হাত ধরে বিজেপিতে যোগদান করলেন। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক অবনী ঘোষ, সুশীল ঘোষ, অর্ধেন্দু পাত্র, শ্যামলী সাউ, দুলালী দাস, প্রমুখ ব্যাক্তির।

Developed by