Breaking
24 Dec 2024, Tue

বিজেপির আইটি সেল এর কর্মী যতীন্দ্রনাথ মাহাতো ৪০ জনকে সাথে নিয়ে তৃণমূলে যোগ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার লোধাসুলি বালিয়া গ্রামের বিজেপির আইটি সেল এর কর্মী যতীন্দ্রনাথ মাহাতো এবং তার সাথে ওই গ্রামেরই চল্লিশটি পরিবার বুধবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন লোধাসুলি অঞ্চল সভাপতি দেবব্রত সাহা। যতীন্দ্র নাথ মাহাতো বলেন,’স্থানীয় নেতৃত্ব দের অসহযোগিতা এবং জনগণ বিজেপির উপর ক্ষুব্ধ এবং মমতা ব্যানার্জির আদর্শ তাদের অনুপ্রাণিত করেছে তাই তারা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি।’

Developed by