Breaking
24 Dec 2024, Tue

দুপুরে বিজেপিতে যোগ দিয়ে ‘ভুল’ বুঝতে পেরে রাতে তৃণমূলে ফিরলেন দিলীপ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুপুরে বিজেপিতে যোগ দিয়ে ‘ভুল’ বুঝতে পেরে রাতে তৃণমূলে ফিরলেন দিলীপ।
বুধবার ঝাড়গ্রাম জেলার লোধাশুলি অঞ্চলের বিজেপি নেতৃত্বের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু তিনি নিজের ‘ভুল’ বুঝতে পেরে আবার রাতেই ঝাড়গ্রাম জেলার লোধাশুলি ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে অঞ্চল সভাপতি হাত ধরে আবার তৃণমূলে ফিরে আসেন ডিলিপবাবু। তিনি বলেন,’তাকে ভুল বুঝিয়ে যোগদান করা হয়েছিল বিজেপিতে। আমি তৃণমূলকে সমর্থন করি, ভবিষ্যতে তৃণমূলকে সমর্থন করব। মমতা ব্যানার্জীর উন্নয়নের হাতকে শক্ত করতে তৃণমূলেই আমি থাকব।’

Developed by