Breaking
1 Nov 2024, Fri

লকডাউনে অনুষ্ঠান বাড়ি না হওয়ায় সংকটে গঙ্গারামপুরের প্রসিদ্ধ দই ব্যবসায়ীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনে অনুষ্ঠান বাড়ি না হওয়ায় সংকটে গঙ্গারামপুরের প্রসিদ্ধ দই ব্যবসায়ীরা। যার জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের নয়াবাজারের প্রসিদ্ধ দই ব্যবসা। ফলে লক্ষীর ভাঁড়ে টান পড়েছে দই ব্যবসায়ীদের। গত কয়েকদিন আগে গ্রিণ জোনের মধ্যে ঢোকে দক্ষিণ দিনাজপুর জেলা। আর এই গঙ্গারামপুর শহরের নয়াবাজারের সুমিষ্ট দই ব্যবসা রাজ্যেও খ্যাতি রয়েছে। একদিকে করোনার লকডাউন অন্যদিকে এই সময়ের নানা অনুষ্ঠান বাড়ি বন্ধ। যার ফলে বিক্রি বাটা নেই। গঙ্গারামপুর শহরের বিখ্যাত নয়াবাজারের দই ব্যবসায়ী বিপ্লব ঘোষ বলেন,‘দই দোকানে হাতেগোনা এখন সারা দিনে চার থেকে পাঁচজন করে ক্রেতা থাকে। তাছাড়াও লকডাউনের মাঝে সব ধরনের অনুষ্ঠান বন্ধ। বিয়ের মরশুমেও দই সাপ্লাই না থাকায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। সরকারি নির্দেশের দিকে তাকিয়ে সকল ব্যবসায়ীরা।’ কবে হাসি ফুটবে দই ব্যবসায়ীদের! ছবি ও তথ্য : পল মৈত্র।

Developed by