Breaking
24 Dec 2024, Tue

সাঁকরাইলের তুঙ্গাধুয়াতে ইউএলবেঙ্গল অ্যাসবেসটস কারখানা পরিদর্শণ করে খুশি ফ্যাক্টরি ও শ্রম দপ্তরের আধিকারিকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
লকডাউন পরবর্তী কারাখানা গুলি সামাজিক দূরত্ব ও নিয়ম-কানুন মানছে কিনা তা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শণে গেলেন ফ্যাক্টরি ও শ্রম দপ্তরের আধিকারিকরা। বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়াতে ইউএলবেঙ্গল অ্যাসবেসটস কারখানা পরিদর্শনে গিয়ে তাঁদের কাজকর্ম দেখে খুশি হন ফ্যাক্টরি ও শ্রম দপ্তরের আধিকারিকরা। তুঙ্গাধুয়াতে অ্যাসবেসটস কারখানা পরিদশর্ণ করেন অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর অফ ফ্যাক্টরিস্(হলদিয়া রিজিওন্যাল) দেবায়ন দে, শ্রম দপ্তরের ঝাড়গ্রাম জেলার ভারপ্রাপ্ত ডেপুটি লেবার কমিশনার বিতান দে, ঝাড়গ্রামের অ্যাসিন্ট্যান্ট লেবার কমিশনার সৌম্যনীল সরকার। অ্যাসিন্ট্যান্ট ডিরেক্টর অফ ফ্যাক্টরিস্(হলদিয়া রিজিওন্যাল) দেবায়ন দে বলেন,‘সাঁকরাইল ব্লকের তুঙ্গাধুয়াতে ইউএলবেঙ্গল অ্যাসবেসটস কারখানা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পেরেছেন। বাকি তিনটে কারখানা দেখাতে পারেননি। গ্রিন জোন ঝাড়গ্রাম জেলায় ফুল ফেজে কাজ শুরুর আগে অ্যাসবেসটস কারখানায় সামাজিক দূরত্ব ও নিয়ম-কানুন মানছে কিনা তা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শণে গিয়েছিলেন অফিসাররা। ফ্যাক্টরি অফিসার ও শ্রম দপ্তরের আধিকারিকরা অ্যাসবেসটস কারখানায় সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পর জানান,’ এখানে সমস্ত কাগজপত্র রয়েছে এবং শ্রমিকদের নিরাপত্তা বিষয়টি ভালোভাবে মেনটেন করা হচ্ছে।’

Developed by