Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম বাসীর জন্য সুখবর! Farming fresh অ্যাপের মাধ্যমে বাড়িতে কিনুন সব্জী থেকে ভূষিমাল এবং প্রসাধনী সামগ্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম বাসীর জন্য সুখবর! বাড়িতে বসে এবার জিনিস কিনুন। আর এই সুবিধা নিয়ে এল Farming fresh অ্যাপ। মোবাইলে Farming fresh অ্যাপ ডাউনলোড করুন। আর বাড়িতে বসেই অর্ডার দিন সব্জী থেকে ভূষিমাল এবং প্রসাধনী সামগ্রী। আর এই মুহূর্তে বিশেষ ছাড় দিয়েছে ঝাড়গ্রামবাসীর জন্য। Farming fresh online shopping বিশেষ আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। প্রথম ১০০০ টাকার কেনাকাটায় সঙ্গে পাবেন ১ কেজি চিনি সম্পূর্ণ বিনামূল্যে। আজই বাড়িতে বসে Farming fresh mobile app এর মাধ্যমে আপনি তাজা শাকসবজি, ফল, মাছ, মাংস, ডিম, ভুসিমাল, শিশু সামগ্রী, ব্যক্তিগত প্রসাধনী, পুজোর সামগ্রী এবং পরিবারের ব্যবহারযোগ্য সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। Farming fresh বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের সামগ্রী গুণগত মান নিশ্চিত করে সঠিক মূল্যে গ্রাহকদের সরবরাহ করে চলেছে। ইতিমধ্যেই farming fresh অ্যাপের মাধ্যমে সুবিধা পেয়েছেন ঝাড়গ্রামবাসী। আপনিও এই সুবিধা পেতে এখনই আপনার smartphone এর Google play store এ গিয়ে farming fresh mobile অ্যাপটি install করুন।

Developed by