Breaking
23 Dec 2024, Mon

বিশ্বের তালিকায় ঝাড়গ্রামের ৮ ছাত্রী, পেল ইন্টারন্যাশনাল চিল্ড্রেনর্স আর্ট এক্সিবিশন সেন্টার থেকে অ্যাওয়ার্ড

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
ইন্টারন্যাশনাল চিল্ড্রেনর্স আর্ট এক্সিবিশন সেন্টার থেকে অ্যাওয়ার্ড পেল ঝাড়গ্রামের ৮ জন ছাত্রী। ঝাড়গ্রাম শহরের শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়ের মোট ৪৫ জন ছাত্রীর মধ্যে ৮জন ছাত্রী অ্যাওয়ার্ড পাওয়ায় খুশি পড়ুয়া থেকে শিক্ষিকা সকলে। বুধবার জাপান থেকে ই-মেল মারফত প্রতিযোগিতার ফলাফল জানানো হয়েছে। জাপানের টোকিওতে ৫০ তম ‘ইন্টারন্যাশনাল চিল্ড্রেনর্স আর্ট এক্সিবিশন সেন্টারে’র প্রতিযোগিতায় এবারে অংশ নিয়েছিলেন ৫ থেকে ১৫ বছর বয়সী বিশ্বের প্রায় ৪০ হাজার স্কুলের পড়ুয়া। বিদ্যালয়ের শিক্ষিকা সুজাতা ভট্টাচার্য বলেন,‘গত বছর অক্টোবর মাসে ছাত্রীদের আঁকা ছবি গুলি ক্যুরিয়ার করে জাপানে পাঠানো হয়েছিল। বুধবার ২৭ তারিখ জাপান থেকে ই-মেল মারফত জানানো হয়েছে আমাদের স্কুলের ৮ জন ছাত্রী গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে।’ স্কুলের ষষ্ঠ শ্রেণির সংযুক্তা মণ্ডল ও সপ্তম শ্রেণির জ্যোতিসা মণ্ডল গোল্ড অ্যাওয়ার্ড, ষষ্ঠ শ্রেণির অন্বেষা মাইতি, শ্রীরাধা মাহাতো, অষ্টম শ্রেণির মনজিষ্ঠা হাজরা, নবম শ্রেণির কমলিকা মাহাতোরা সিলভার অ্যাওয়ার্ড এবং ষষ্ঠ শ্রেণির সম্প্রীতি সিংহ মহাপাত্র ও সপ্তম শ্রেণির অনন্যা তালধি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে। বিশ্বের প্রতিযোগিতায় স্থান পাওয়ায় খুশি সংযুক্তা মণ্ডল, জ্যোতিসা মণ্ডল, অন্বেষা মাইতি, শ্রীরাধা মাহাতো, মনজিষ্ঠা হাজরা, কমলিকা মাহাতোরা। সংযুক্তা, জ্যোতিসারা বলেন,‘আমরা ছবি গুলি আঁকার পর ম্যাডাম তা জাপানে পাঠিয়ে ছিলেন। লকডাউনের মাঝে গতকাল খুশির খবর পেয়েছি। খুবই ভালো লাগছে।’ বিদ্যালয়ের শিক্ষিকা সুজাতা ভট্টাচার্য বলেন,‘স্কুলের ফাঁকা ক্লাসে ছাত্রীরা নিজেদের মত করে যে সব ছবি গুলো এঁকেছিল, তা একসঙ্গে ক্যুরিয়ার করে জাপানে পাঠিয়ে ছিলাম। উপযুক্ত মঞ্চ পেলে জঙ্গলমহলের ছাত্রীরা শুধু দেশ নয় বিশ্বেও নিজেদেরকে প্রতিযোগীতায় পাল্লা দিতে সক্ষম, সেটাই প্রমাণ করল।বিশ্বের তালিকায় ৮ জন স্থান অর্জন করতে পেরেছে এটাই সাফল্য।’

Developed by