Breaking
23 Dec 2024, Mon

বাজ পড়ে জমিতে মৃত্যু হল এক বৃদ্ধ চাষির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
বাজ পড়ে জমিতে মৃত্যু হল এক বৃদ্ধ চাষির। পুলিশ জানিয়েছে মৃতের নাম মৃত্যুঞ্জয় পাল (৬৭)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের টিকায়েতপুর গ্রামে। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ওই গ্রামের চাষ জমিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে নিজের চাষ জমিতে কাজে গিয়েছিলেন ওই বৃদ্ধ। ভোর থেকেই শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। জমিতে কাজ করার সময়ে আচমকা বাজ পড়ে জমির পাশে। যার ফলে তিনি জমিতেই জ্ঞান হারিয়ে পড়ে যান। বৃষ্টি শেষ হওয়ার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা খোঁজ করতে থাকেন। গতকাল দুপুর বারোটা নাগাদ জমিতে গিয়ে পরিজনেরা দেখেন মুখ উল্টে পড়ে রয়েছেন বৃদ্ধ মৃত্যুঞ্জয় পাল। সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। শুক্রবার ময়নাতদন্ত হবে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে।

ছবি প্রতীকী

Developed by