Breaking
23 Dec 2024, Mon

বুধবার সন্ধ্যায় গোপীবল্লভপুরে নৌকাডুবির ফলে অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ১৫ জন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ বুধবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় নৌকাডুবির ঘটনা ঘটল গোপীবল্লভপুরে। সন্ধ্যায় সময় আসনবনী ও জানাঘাটি এলাকায় সুবর্ণরেখা নদীতে নৌকায় করে পারাপার হচ্ছিল ১৫ জন। জানা গিয়েছে, ওই নৌকায় এক শিশু সহ মোট প্রায় ১৫ জন ছিল। ঝড়-বৃষ্টির আচমকা নৌকা ডুবে যায়। স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালায়। অনেকই সাঁতার কেটে উঠে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করেছে। তবে তিনটি বাইক ও কয়েকটি সাইকেল উদ্ধার করা যায় নি। খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়েছে। গোপীবল্লভপুরের বিডিও দেবজ্যোতি পাত্র বলেন, বেআইনি ভাবে কয়েকজন নৌকা চালাতেন। সবাইকে উদ্ধার করা হয়েছে। তিনটি বাইক ও সাইকেল পাওয়া যায় নি।

Developed by